তোমার আমার চিরচেনা
সেই বকুল তলা ।
তুমি আসবে বলে বসে আছি
হাতে নিয়ে শিউলি মালা ।
দিন গড়িয়ে সন্ধ্যা হলো
টুটে গেল অরুণ কিরন ।
প্রতীক্ষা শেষে মলিন বেশে
ধীরে চলে মোর পদ্ম চরণ ।
দিনের শেষে সন্ধ্যা বেলা
আপন কুলায় ফিরছে পাখি ।
না পেয়ে গো তোমার দেখা
ঝরায় বারি মম আঁখি ।
নিজ হাতে মোর গাঁথা মালা
দেয় সে আমায় বেজায় জ্বালা ।
জোনাক জ্বলা সন্ধ্যা  বেলা
প্রিয় তুমি ছাড়া আমি একেলা ।        
নয়নের জলে প্রেম অনলে
ভাল লাগেনা আপন আলয় ।
তুমি বিহীন নিশি-দিন
মরি প্রিয় বিরহ জ্বালায় ।
(৫ সেপ্টেম্বর ১৫ ইং )