বহু কাল ধরে চলিয়াছি
অজানা পথের বাঁকে বাঁকে
এবার ক্লান্ত হয়ে পড়েছি ।
হতাশার দাবানলে পুড়ে খাক হয়েছে
বুকের উবর জমিন
তাতে আর ফলেনা কোন ফসল ।
কত কাল অভুক্ত রব আর
কত সইব আর অসহ্য ধকল ।
আমার আমিতে ক্লান্ত আমি আজ
চোখের লোনা জলে গন্ড ভিজে যায় ।
হতাশায় নুজ্যমান আমার যত
সুচিন্তিত পরিকল্পনা ।
জীবন শুরু না হতেই ঋণের বোঝা মাথায় ।
কী অসহ্য জীবন
কিছু নাই কিছু নাই
কেবল বৃথা অশ্রু দান ।
চোখের জলে জল ছবি আঁকি
স্মৃতির ক্যানভাসে
তাতেও কোন লাভ নেই
লোনা জলও উপেক্ষা করে আমায় ।
ধিক্কার দেয় অভিশাপ দেয়
আর অবিরত গন্ড ভিজিয়ে যায় ।
আর আমি বোবার মত
অবাক হয়ে দেখি এসব ।
বিধাতার ভুবনে অবাঞ্চিত সৃষ্টি আমি
কিছু করবার নাই
শুধু লোনা জল বিসর্জন গোপনে গোপনে ।