কুসুম কাননে কাঁদে কোয়েলিয়া
মম ব্যথাতুর মন দেখিয়া ।
কোথায় তুমি বড় একা আমি
আয় আয় ডাকে মম হিয়া ।
মিলনের সুর বাজেনা আর  
বিরহের সুর ওঠে উতলিয়া ।
আলো ছাড়া আঁধার ঘেরা
আমার জীবন ওগো প্রিয়া ।
কত নিশি হল ভোর
তব আশায় পথ চেয়ে ।
তবু তুমি আসলেনা
আঁখির কোণে জল যায় বেয়ে ।
বাসনা কেন যাতনা হল
বুঝিতে পারি না হায় ।
আসার আশায় আকুল আঁখি
এখনও একলা জাগিয়া রয় ।