কিচির মিচির ডাকছে পাখি
খোল তব অলস আঁখি ।
ঘুমিয়ে থেকো না আর ওরে
ভোরের আলো আসবে এখন ঘরে ।
ভোরের হাওয়ায় মন ভরে যায়
শিশির ভেজা ঘাসে হাটো নাঙ্গা পায় ।
ওঠো বাছা  ভরে যাবে তব প্রান
শোন তবে ভোরের পাখির মধুর এ
আহবান ।
ভোরের হাওয়া হাজার দাওয়া
খুব সহজেই যায় যে পাওয়া ।
করনা বাছা আজ হেলা
দেখ কাননে কুসুমের মেলা ।
খোল বাতায়ন বহে সমীরন
এখন ফুটবে বাছা অরুণ কিরন ।    
কর আরতি তোমার প্রভুর কাছে
থাকতে পার যেন সবে মিলে মিশে ।