এধরার যত নিবিড় প্রলয়
আছে যত নতুন সৃষ্টি।
অনাদিকাল হতে অবধিকাল
আছে যত করুন দৃষ্টি।
পুষ্পিত  কাননের সৌরভ
মানবের কল্যাণকর শত গৌরব।
রাতজাগা বিহগের সুমিষ্ট কলরব
মহাকালের শত সুন্দর অনুভব।
এধরার অগনিত দরী, গিরি,পর্বত
মহামানবের মহা উম্মত।
নিবিড় নিশির উজ্জ্বল শশী
মাটির ঘরের জ্বল জ্বলে পশি।
বহমান তটিনীর স্রোত ধারা
মাথার উপরের গ্রহ, তারা।
বাদলের ফুলদল
শত বাঁধা,নিষেধ, শৃঙ্খল।
নষ্ট নীড়ে কষ্টে থাকা পাখি
তব তরে ক্রন্দনরত আকুল আঁখি।
ঘরহারা পথিকের নিবিড় হাহাকার
উত্তাল ঢেউয়ের সুরের ঝংকার।
পাহাড় বেয়ে উপচে পড়া ঝর্ণা
আকাশ বাণীর প্রতিটি অমোঘ বর্ণনা।
নিশিদিন পলে পলে
তব গান গেয়ে চলে।
হে মোর রহিম,রহমান
মরিতে দাও মোরে গেয়ে তব গান।


রচনাকাল : ৫ জৈষ্ঠ্য ১৪২৩ বঙ্গাব্দ
বিকাল: ৬:০০ ঘটিকা।
গাজীনগর,পাথারিয়া,দক্ষিণ সুনামগঞ্জ।