বক্ষ মাঝে দুঃখ লয়ে
এই দুনিয়ায় ভয়ে ভয়ে
ডাকব সদা তব নামটী ধরে।
তব নামের কী যে সুধা
মিটায় মম প্রাণের ক্ষুধা
ঐ নামটী ধরে ডেকে ডেকে যাব মরে।
প্রাণের প্রদীপ যদি টুটে
শেষ দিবসেও উঠুক ফুটে
আপনারই জয় গান।
সকল কথায় সকল কাজে
লক্ষ্য থাক বক্ষ মাঝে
তব নামে ভরে উঠুক প্রাণ।
প্রাণে প্রাণে উঠুক জোয়ার
ঘুচে যাক সকল আঁধার
তব নামের সুধা লয়ে।
অমৃতসুধা পান করেছি
তব নামের গান ধরেছি
থাকবনা আর ভয়ে ভয়ে।
ভয়কে মোরা করব জয়
আনব ছিনিয়ে সকল বিজয়
তব নাম বুকে লয়ে।
প্রাণের ক্ষুধা মিটাব আজি
তরুণ মোরা অরুণ হয়ে লড়ব বাজি।
আমরা আছি তরুণ সবে এ বিশ্বালয়ে।
মোরা রুদ্র রবির প্রখর আলো
ঘুচাব ধরার আঁধার কালো
তব নামের ঐ কেতন হাতে।
শান্তির ধরা গড়ব মোরা
অরুণ খুনের তরুণ যারা
আসব ছুটে প্রথম প্রভাতে।
অবলাজাতির ঘুম ভাঙাতে
শান্তির ঐ কেতন হাতে
আসবই আসবই মোরা ছুটে।
জীবন মানে যুদ্ধ জানি
ছড়িয়ে দিতে শান্তির বাণী
যায় যদি যাক টুটে।
কুলি,মজুর,রাজা ও প্রজা
ধররে সবে শান্তির ধ্বজা
ঘুচবে তবে আঁধার কালো।
শত বাঁধায় যাসনে থেমে
গাহবি গান তাঁহার নামে
যে দিয়েছে দুই নয়নে আলো।