সারা জনম কাঁদলাম
হাসব কবে জানিনা।
ললাটে নাহি সুখ আমার
এই কথাটা মানিনা।
আমার এই ভাগ্য রেখা
বদলাব আমার কর্মে।
নিশিদিন প্রতিদিন
করব কাজ  এই মর্মে।
করবনা আর অসার রোদন
থাকবনা মলিন মুখে।
আসুক যত বাঁধা আমার
দাঁড়াব আবার রুখে।
বিষন্ন মনে গোপনে গোপনে
ফেলবনা আর আঁখিজল।
দেখব এবার কেমন করে
ললাট করে গো ছল।
লাঞ্চনা আর বঞ্চনা
সয়েছি সবার ভাই।
করব এবার ললাট বদল
পণ করেছি তাই।
সকাল বেলার পাখি হবো
উঠব রে ভাই সবার আগে।
আঁখি মেলে যাব আমি
অলি ভরা ঐ কুসুম বাগে।
কোনো কাজে সকাল সাঁঝে।
ফাঁকি দেবনা আপনারে।
মেঘলা আকাশ রঙ্গীন হয়ে
আসবে আমার দুয়ারে।
চেতনা আছে বেদনা তাড়াতে
আগে আমি বুঝিনি ভাই।
আঁধার ঘোচাতে দিনে রাতে
কাজের বাহিরে কিছু নাই।
রঙ্গ রসে বসে বসে
কাটাবনা আপনার কাল।
কর্ম আমার পরম ধর্ম
মানবো  চিরকাল।