ওগো মোর অভিমানি প্রিয়া
করোনা আর এতো অভিমান।
তোমার নিবিড় অভিমানে
কাঁদবে এখন রঙিলা আসমান।
জানি আমার কথার বাণে
বিদগ্ধ তব সরল প্রাণ।
মান ছেড়ে আমার তরে
গাও হে প্রিয় গান।
যায় গো চলে মধুর লগন
গোপনে গোপনে।
এমন লগন গেলে পরে
পাব কী হায় জীবনে?
জানি প্রিয়া আমার হিয়া
তোমার মতন সুন্দর নয়।
তাই বুঝি মম প্রাণে
নিশিদিন লাগে ভয়।
ধনীর দুহিতা তুমি
আমি গরীবের তনয়।
তাই বলে কী হবেনাকো
তোমার আমার প্রণয়?
সাজাইয়া রাখি নিশিদিন
তোমার তরে কত কথার কথামালা।
এসোনা হে প্রিয়  মান ভেঙে
সে কথারমালা বাড়ায় আরো জ্বালা।
জ্বলিবার নাহি চায়
আমার এ আকুল পরাণখানি।
শুনিবার সে চায় বারে বারে
তোমার মুখের মধুর বাণী।


রচনাকাল :১১ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ
গাজীনগর: পাথারিয়া: দক্ষিণ সুনামগঞ্জ রাত:৯:০০ ঘটিকা