ধূলি মলিন দেহখানিরে ধুইয়া করিছো ভালো
অন্তরে তব কত ময়লা জমা নাহি হেথা জ্বলে আলো।
আপনার লাগি নিবিড় নিশুতি জাগি করিছো কত ধ্যান
পরার্থে তবুও কেন জানি হায় নাহি কর নিজেরে দান।
জগত আজি ভাসিছে হায় খলের ছলনায়
তাই বুঝি অঝরে কাঁদিছে অবুঝ শিশু দোলনায়।
আপনার সাথে নিশিতে, প্রভাতে করিবে কত ছল
বুঝিবে সেদিন নয়নে যেদিন নামবে বেদনার ঢল।
মায়ার মেদিনী দিবস যামিনী লইয়া তার অপরূপ
দুখীর দুঃখে কেন জানি হায় সদা সে রহে চুপ।
আপনারে কথা ভুলে যাও পরার্থে বিলায়ে দাও
বসুধা বক্ষে স্বর্গ সুখের সন্ধান করে লও।


রচনাকাল : ২৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ
গাজীনগর,পাথারিয়া,দক্ষিণ সুনামগঞ্জ
সকাল: ৯:০০ ঘটিকা।