আমি নিঃস্ব পথিকের উদাস দৃষ্টি দেখেছি
যার চোখ বেয়ে অঝর ধারায় পানি ঝরছিল।
সে উত্তপ্ত পিচঢালা পথের পথিক
পাথরের আঘাতে নগ্ন চরণে রক্ত ক্ষরণ দেখেই অবাক আমি।
কৃষ্ণ গাত্রখানি তার রবিরশ্মি লেগে ফোসকা পড়েছে তবুও পথিক থেমে নেই।
আমি অবাক হয়েছি তার এহেন গতি দেখে, আমি নিঃস্ব পথিকের প্রতি  পদে পদে অজানা ভবিষ্যতের ধূলিকণা লক্ষ্য করেছি।
শাশ্রু মন্ডিত বদনে
কেউ বুঝি চায়নি কতকাল।
তুচ্ছ বস্তুর পুঁটলি তোমার হাতে
যেটা নিশিদিন মানুষকে ভাবায়
হে মানুষ তুমি নিঃস্ব হবে একদিন আগে
অথবা পরে।
হে যাযাবর পথিকবর
কোথায় তোমার ঠিকানা?
তোমার আদুল গাখান নয়নে আজও ভাসে, আর তোমার নয়নোপান্ত জুড়ে
নোনাজল আজও আমাকে ঘুমাতে দেয়না।
ওগো অচেনা পথিক
তুমি কি জান?
তোমাকে নিয়ে লিখেছে কবিতা
দুর গাঁয়ের অজানা অখ্যাত কোন কবি।


রচনাকাল :৩০ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ
গাজীনগর,পাথারিয়া,দক্ষিণ সুনামগঞ্জ
রাত: ৮:০০ ঘটিকা।