শুণ্য মোর পরানখানি গিয়েছে ভরি
আমার আঙিনায় যখন ভীরল তব তরী।
তুমি এলে ফিরে হায় নব ঘন বর্ষায়
জাগিল পুলক মম মনের নব বসুধায়।
নয়নের নীর বুঝি পুলকে ঝরে
কতদিন পরে প্রিয় এলে হায় ফিরে।
জাফরানি শাড়ী পরে এল আজ রানী
জুড়াইল প্রাণ মোর শুনে মধুর বাণী।
ও মায়াবতী মোর মন হারিনী
তারে ছাড়া কাটেনি দিবস যামিনী।
বর্ষায় মন চায় ভিজিবার দুজনে
কত সাজ মনে আজ মধুর এক্ষণে।
নয়নের নীর বুঝি হয়েছে সারা
কাছে পেয়ে কত পরে মন দিশেহারা।
মায়াবী বদনে অপরুপ শোভা
হৃদয়ের রাণী মোর নয় ক্ষণপ্রভা।
ও মোর উষার আকাশ আমি তাতে রবি
শিল্পীর তুলিতে সে শ্যামলিমা ছবি।
কাজল নয়নে সয়নে স্বপনে
আঁকিতে দাও ছবি নিশিদিন গোপনে।




রচনাকাল : ৮ আষাঢ় ১৪২৩ বঙ্গাব্দ
বিকাল: ৬:০০ ঘটিকা।
গাজীনগর,পাথারিয়া,দক্ষিণ সুনামগঞ্জ।