শঙ্কা ছেড়ে ডঙ্কা বাজা
সাথে উড়াও জয়ের ধ্বজা।
জয়ের নেশা
বানাও পেশা।
মানিস নাকো হার
হাসতে হাসতে নিতে হবে মৃত্যু উপহার।
পলে পলে দলে দলে
আয় রে সবে সাম্যের দলে।
গাইবি সাম্যের গান
আয় রে আমার নবীন  -প্রবীণ প্রাণ।
কালকূট বিষ নামাতে হবে আজ
গড়বি তোরা আপনার হাতে সাম্যের সমাজ।
কালকূট আজ পড়িয়া মাথায় তাজ
নীরবে নীরবে হয়েছে আজি মাতাল মহারাজ।
পাতালে মাতাল সমাজপতি
ঘৃণা ভরা প্রজার প্রতি।
ভয় করিস না  আছে তোদের মৃত্যহীন প্রাণ
সাম্যের তরে অবনী পরে করবি তাই দান।
বাহুর বলে ঊর্ধ্বে রাখিস সাম্যের পতাকা
যেই বলে ঘোরাস ওরে কলেরই চাকা।
লক্ষ্য থাকুক বক্ষ মাঝে ন্যায়ের অধিকার
সাম্য আজি কাম্য তোদের করবি অঙ্গীকার।
রোদনের দিন শেষ হয়েছে থাকিস হঁশিয়ার
"অধিকার চাই দিতে হবে" নইলে তুলবি হাতিয়ার।
করিস না ভয় হবে রে জয় তোরা সাম্যের শ্রমিক
কে আছে আর তোদের মতো ধরায় খাঁটি প্রেমিক?