ধরার বুকে মায়ের কোল প্রথম পাঠশালা
মায়ের শেখানো বোল  সবার  প্রথম বর্ণমালা।
মায়ের কাছে জানি সবার লেখাপড়া শুরু
অবনী পরে তাই যেন ভাই "মা"পয়লা গুরু।
ময়লা ধুঁয়ে পয়লা মায়ে বিদ্যা করেন দান
মায়ের মতন কোনকিছুই দেয়নি মেহেরবান।
মা সবারে চলতে শেখায়, "খোকা,খুকি ভাল করে চলিস
মিথ্যা বলা মহাপাপ, সদা সত্য কথা বলিস।
গুরু জনে ভক্তি করিস জীবন চলার পথে
তাদের দোয়া দিবস রাতি রইবে তবে সাথে।
মায়ের যদি আদর স্নেহ নাহি পায় কেহ
পোড়া কপাল পোড়া থাকে পোড়ে শান্তির গেহ।
মা যেন ভাই বলতে শেখায়, চলতে শেখায় সত্য
মাকে তাই আমরা সবাই ভালবাসি নিত্য।
নিত্য যদি চিত্ত মাঝে থাকে মায়ের ভালবাসা
মায়ের দোয়ায় পূর্ণ হবে জীবনের সকল আশা।
তাই বলি ভাই মাকে সবাই হৃদয়ে দেই থান
ধরার বুকে উর্দ্ধে রাখি মায়েরই সম্মান।



রচনাকাল ৩০ শ্রাবণ ১৪২৩ বঙাব্দ
দত্ত গ্রাম উচ্চ বিদ্যালয়।
দিরাই, সুনামগঞ্জ।