আমি আজ বাঁধন হারা
পাগল পারা সৃষ্টি সুখের উল্লাসে।
আগল ভাঙা, শিকল ছেঁড়া
চিত্য আজি নৃত্যরত মলিন বদন হাসে।
আজি হায় মেঘের ফাঁকে
বাঁকা চাঁদের হাসি।
তারার দেশে তারা হাসে
মিটি মিটি আলো হেথা জ্বলে রাশি রাশি।
কুসুম বাগে অনুরাগে
হাজার কথার পুলক জাগে।
দৃষ্টি আজ আনিল সাঁঝ
সৃষ্টি সুখের অপার রাগে।
আজি পরাণ বীণা উঠলো বেজে
অমর সুরের মধুর টানে।
শোনায় কে আজ নতুন গান
জাগায় জোয়ার আমার প্রাণে।
ব্যথায় ব্যথায় পরাণ কাঁদে
হাসে আবার আহলাদে।
মম দৃষ্টি  নব সৃষ্টিতে আজ
অমর প্রেমের বাঁধন বাঁধে।
এমন সুখে আমার বুকে
উঠল পুলক দ্বিগুণ জানি।
আমার হিয়া লুকায় গিয়া
শুনিতে আজ আকাশ বাণী।
লক্ষ্য আজি বক্ষ মাঝে
তুলিব অমর সুর।
আমি সুরের টানে করব হরণ
ধরার শত অসুর।
আমি সৃষ্টি সুখের উল্লাসে আজ
বসুধার বুকে হিম্মত হেঁকে চলি।
শত কথার শত ব্যথার
ফোঁটাই সদা কথার কলি।
আমার মনের গহন বনে
ফোটে রে ফুলদল।
মেঘলা আকাশ কেটে গিয়ে
জ্যোৎস্না ভরা অবাক আকাশ তারায় ঝলমল।
আমার সৃষ্টিতে আজ
উদাস দৃষ্টির কথা।
আমি শোনায়ে যাই
ঘরহারা পথবাসির গহন মনের ব্যথা।


রচনাকাল :৯ ভাদ্র ১৪২৩  বঙাব্দ
রানীগঞ্জ, ব্র্যাক অফিস, জগন্নাথপুর,সুনামগঞ্জ।
বিকাল:৪:০০ ঘটিকা।