আমি ক্রুদ্ধ কানানল
(রনি ই রানী


আমি ক্রুদ্ধ কানানল
পাতালের অন্ধকার কারাগারে।
করিব এক অমর সমর, খোলা সমশের হাতে
নশ্বর বিশ্ব অবাক হবে হেরিয়া প্রবল প্রলয় ভুলিতে দেব নাহি মোরে।
আমি বিশ্ব মাঝে নিঃশেষ হতে আসি নাই
সত্য উত্তম নিত্য সত্যের ভৃত্য তাই।
আমি আনমনে করি অমর সমর খেলা
চেতন মনে কেতন উড়াই, জুড়াই চিত্ত জ্বালা।
আমি বিন্দু থেকে সিন্ধু গড়ি
আমি হেথা আপন মনে চালাই জীবন তরী।
অবাক বিশ্ব অবাক কারাগার
বন্দী আমি মুক্তির তরে করি সব  ছারখার।


রচনাকাল :১১ ভাদ্র ১৪২৩ বঙাব্দ
দত্ত গ্রাম মা: বিদ্যা :
রাত: ১২:৫২ ঘটিকা।