কাজল নয়নে বহে গো  আজি রে নীর
হেরি কাজল আঁখি চিত্ত হল চৌচির।
দেখবনা দু নয়নে সজল নয়ন
ভুলে অভিমান এসো করি আলাপন।
যায় যায় চলে যায় মধুর লগণ
প্রণয় পুলক পেতে এসো প্রিয়জন।
থেকোনা হে মিছে অভিমানে ওগো প্রিয়া
কেমনে রাখি বেঁধে মোর  আকুল হিয়া।
দিবস রাতি করি তব তরে আরতি
এসো করি দু'জনে নিবিড়তর প্রীতি।
করিলাম আজি পণ ওহে প্রিয়া মোর
দেব নাহি বেদনা খুলে দাও গো দোর।
এসো তিমির মোরা ঘোচাই ভালবেসে
মায়ার মেদিনী করি জয় অবশেষে।।


রচনাকাল:১৮ ভাদ্র ১৪২৩ বঙাব্দ
(সনেট ২) রাত: ১০:০০ ঘটিকা।
দত্ত গ্রাম মাধ্য: বিদ্যা: দিরাই,সুনামগঞ্জ।