অনন্ত সুপ্ত পশুত্ব রেখেছি মম তনু কোষ প্রাচীরে
নাহি হিম্মত সে আসিবে কোনকালে বাহিরে।
আমি পিঞ্জরে বেঁধে পায়ে পরায়েছি শিকল
না না না পারবেনা করিবার মম চিত্ত দখল।
আমি ভাই হরদম প্রবল দূর্মম
সেই পশুর আমি অমর অসুর আমি চির নির্মম।
কার আছে এতো হিম্মত মোরে নিয়ে যাবে বিপথে?
করবই আমি অমর সমর রাত্রি নিশিতে।
আমি চেতনার কেতন হাতে চলি দিবস নিশি
অসুর করিতে হরণ আমি হাতে নিয়েছি নগ্ন অসি।
সত্য পথে রাত্রি নিশিতে হিম্মত হেঁকে চলি
আমার আমিতে ফোটাতে চাই সদা সত্যের সুবাসিত কুসুম কলি।
আমি ভাই আপনার পশুত্ব করিতে নাশ
নশ্বর এ বিশ্বাচরচরে সত্যের হয়েছি দাস।
আমি আপনারে চিনিয়াছি আপনার অহম করিয়া নাশ
মম পশুত্বরে ধরাধামে অবলীলায় করিয়াছি আমার দাস।
আমি দোয়া মাগি তব দরবারে ওগো দয়াল মেহেরবান
আমাকে শক্তি দাও আপনার পশুত্বকে করিতে চাই কোরবান।



রচনাকাল :২৪ ভাদ্র ১৪২৩
দত্ত গ্রাম মাধ্যমিক বিদ্যালয়
দিরাই,সুনামগঞ্জ।
সকাল:৮:০০ ঘটিকা।