আপনার সত্তা বিলীন করে
কার তরে হৃদয় ভরে
চলছিস তুই রাত্রি নিশীথে?
হনন করে আপনার সুখ
পুলকে ভরাস অন্যের মুখ
কোন মায়াতে সুর তুলিস বাঁশের বাঁশিতে?
তোর জাদু ভরা মোহন বাঁশি
গগন পাড়ায় তারার হাসি
নিত্য হেরি চিত্ত জুড়ায় কে?
আমন ধানের মাঠ পানে
জাগায় জোয়ার নব নতুন গানে
আজকে আবার কে?
কাঁপে ধরা থরোথরো
কার ভয়ে হও জড়োসড়ো
আপনার আলয়ে?
আপনারে হারায়ে
নিখিল এ বিশ্বালয়ে
অপার অজানা পুলক বলয়ে।
কার তরে গো দিবস রাতি
কোন আনন্দে তোর মাতামাতি
আজিকার এ গগনতলে।
নিবিড় তিমির নিখিল ব্যাপিয়া
ডাকেনা হেথা প্রেমের পাপিয়া
কোন কুক্ষণে আচরণে?
ভুবনে হায় গোপনে গোপনে
মিছে আশা মিছেমিছি অকারণে
আপনার বিরুদ্ধে আপনি দাঁড়ায়ে অসি হাতে মহারণে।



রচনাকাল :৫ আশ্বিন ১৪২৩ বঙাব্দ
দত্ত গ্রাম মাধ্য: বিদ্যালয়।
দিরাই,সুনামগঞ্জ।
রাত :১৯:৩০ ঘটিকা।