আদি থেকে অদ্য ফুটেছে যত পদ্ম
তোমাকে দিলাম হে মোর প্রেয়সী।
আছে যত গদ্য শত মধুর পদ্য
তোমায় করিলাম উৎস্বর্গ হে ষোড়শী।
তুমি যে আমার মনের মসৃণ আরশি
হেথা থাকো তুমি দিবস নিশি হয়ে মোর পড়শী।
ষোড়শী তোমারে করেছি আমার অমর পড়শি
মম মনের আরশিতে ভাসে তব চাঁদ বদন দিবস নিশি।
আমি তোমাতে মগ্ন দিবস রাতি
একা একা হাসি তাই অপার পুলকে মাতি।
শোন হে হৃদয়ের রাণী
উদয় অস্ত রচিব মোর অমর প্রণয়ের কাহিনী।


রচনাকাল :৮ আশ্বিন ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া,দিরাই,সুনামগঞ্জ।
সকাল:৭:২৫ ঘটিকা।