অশীল কবে সুশীল হবে
প্রজাকুল তবে শান্তি পাবে।
অবদাত মন প্রান কর হে প্রভু অশীল কে দান
এ ধরার খরা হবে তবেই অবসান।
জাগরিত জনতা যারা  
তারাই কেবল অবমত
এমন অবর অশীল সুশীল রাত্রি নিশীথে করিছে অপরাধ।
বেলা অবেলা অশীল সুশীলের বসিছে বঙ্গে মেলা
অবলী কেবলি সহিছে ভাই বেজায় অবহেলা।
কবে হবে নাশ এহেন অশীল সুশীল সমাজ
আসবে কবে সিংহাসনে প্রজার মহারাজ।
কালো টাকায় ভালো থেকে রচিছে যারা নীল নকশা
প্রজার তরে কেউ কি ভাবে কারে করিব হায় ভরসা?
আশা দুয়ারে আছে হায় নিরাশার এক ভেলা
দুখের দরিয়া মাঝে চলিছে হেথা প্রজাকুলের খেলা।
অশীল সুশীল আরামে করে  উপর তলায় বাস
মত্ত থেকে নগ্ন নাচে প্রজার করিছে নাশ।
রচনাকাল :১০ আশ্বিন ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া,দিরাই,সুনামগঞ্জ।
সকাল:৭:৩০ ঘটিকা।