কে করিছে তুমি সূক্ষ্ম সীমা লঙ্গণ
এর তরে অবনী পরে করিবে অনন্ত ক্রন্দন।
তব চেতনার অধঃপতন হেরি পলে পলে
আপনারে লুকাও কেন নিতি নভোতলে?
ওহে চেতনার কেতন কে উড়াবে
মানুষের মনুষ্যত্ব মানুষ ছাড়া কে বুঝিবে?
কে কারে করিবে উদ্ধার
চেতনার লোপ হলে কে নেবে তার ভার?
বিন্দু সম পাপ যে কিছু নাহি মনে করে
আপনার অজান্তে সে পাপের সিন্ধু গড়ে।
পূণ্য পরাণ পূর্ণ পাপে
সূক্ষ্ম সীমা লঙ্ঘন হেতু মরবি সদা শাপে।


রচনাকাল :১১ আশ্বিন ১৪২৩ বঙাব্দ
রাত:৭:৩০ ঘটিকা।
দত্ত গ্রাম মাধ্য: বিদ্যালয়।