আজি ঝাণ্ডা উড়াও রে
খাল,বিল,নদীর ঘাট
দখল করে বড়লাট।
আজি আয় বেড়িয়ে ঝাণ্ডা উড়ায়ে
ঠান্ডা মাথার খুনি ওরা উপর তলার মানুষ
কড়ির ভরে কিনছে সব হারায়ে হায় হুঁশ।
আজি ঝাণ্ডা উড়াও রে
ঝাণ্ডা লয়ে দাণ্ডা হাতে
আয় রে সর্বহারা।
রণে, বনে, জলে ও স্থলে হইবি মাতোয়ারা।
আজি হায় ঝাণ্ডা উড়াও রে
কালো কড়ির দূর্গ প্রাচীর
ঝাণ্ডা হাতে কর চৌচির।
ওরে আমার সর্বহারা, পাগলা পারা
বয়ে দে আজ রুধির ধারা
ছিনিয়ে নে অধিকার।
দাবায়ে রাখে ধরার বুকে এমন সাহস কার?


রচনাকাল :১৭ আশ্বিন ১৪২৩ বঙাব্দ
দিরাই,সুনামগঞ্জ।