ও নয়ন পানে গোপনে চাহি
মনের বুলবুল উঠিল করুন গীতি গাহি।
ওমন সকরুণ নয়নের চাহনি
বুঝাতে চায় রোদনের কাহিনী।
জিঙ্গাসিলাম কোথায় তোমার ঘর?
বলিল বৃদ্ধ "বাবা  বাড়ী আমার এ বিশ্বচরাচর"।
নিশিদিন কই খাও,ঘুমাও
কিছু বললনা" শুধু বলল দশটা টাকা দাও"।
আমি হেরি গো তার নয়ন পানে
এক অজানা পথের পথিক সে নিখিল ভুবনে।
বড়ই ভুভুক্ষ, হাড্ডিসার দেহখানি
আঁখি মেলে নভোতলে
দেখেছি তাঁর বিষন্ন বদনখানি।
আবার তারে জিঙ্গাসিলাম
কিবা তোমার জাত হিন্দু না মুসলমান?
বলল আমায় চুপি সারে আমার ঠিকানা গোরস্তান নয়তো  মহাশশ্মান।
আবার তারে জিঙাসিলাম বিনয় করে "এ সংসারে নাই কি আপনার ছেলে মেয়ে?"
এমন কথায় ব্যথাহত নয়নে রইল কেবল সে চেয়ে।
বুঝিলাম এ সংসারে নাই তাঁর আপন স্বজন
বয়সের ভারে অবনী পরে সেজেছে আজি পথের রাজন।



রচনাকাল:৮ জুলাই শুরু ১৩ সেপ্টেম্বর শেষ।শুরু গাজীনগর,শেষ ভান্ডারা,বগুড়া
বিকাল: ৫:০০ ঘটিকা।