স্বাধীনতা ও পরাধীনতা শব্দ দুটি এখনো যুদ্ধ করে চলেছে
কার্যত পরাধীনতা শব্দটির সবার্গে জয় হয়েছে।
কেননা বিশ্বে স্বাধীন স্বদেশে এখনও স্বাধীনতার হাহাকার
মানচিত্র কাঁদে সাথে কাঁদে স্বাধীনতা, শব্দ দুটি হয়ে একাকার।
আমি শতাব্দীর শেষাংশে এসেও বুবুক্ষ স্বাধীনতার তরে
কাঁদে কতজন গোপনে, প্রকাশ্যে আজও ঘরে ঘরে।
কে, কোথায় কবে পেয়েছে স্বাধীনতা আমি দেখিনি
আমি অবাক এহেন আচরণে কেননা
যেখানে স্বাধীনতার তরে কাঁদে স্বয়ং এ মেদিনী।