আমার আশা গুলো দলিত হলো
সর্বনাশা ঝড়ের কবলে পড়ে।
আমি তাই আর আশা করা,
সেই কবে থেকেই দিয়েছি ছেড়ে।
আমার স্বপ্ন ভরা দু চোখ জুড়ে
অবিরাম নামে লোনা জল ।
তাই আর দেখেনা কোন স্বপ্ন  দু চোখ
দিবানিশি যেখানে মরনের মিছিল চলে।
মর্তের মানব নিঠুর ভাবে
স্বপ্ন ভরা চোখ উপরে ফেলে।
আদিম বন্যতা বুঝি সভ্যতার
শক্ত ভিত গড়ে দিয়েছে।
তাই অকপটে ষাঁড়ের শিংয়ের মতন
সব গুঁতো মেরে ভেঙ্গেছে।
আমি নির্বিকার হতাশায়  আমার শির নত।
কাকে বলব এসব ? হাহাকার যতই থাক ,
সুযোগে সবাই হৃদয়ে দিয়ে যায় ক্ষত।
হায়রে সভ্যতার মনুষ্য পতঙ্গ



রচনাকালঃ ১৫ এপ্রিল ২০১৯ ইং