সুশিক্ষিত
(রনি ই রানী)


আত্ম সৌন্দর্য ও আত্মার সৌন্দর্য
কয়জনে মোরা মানি।
আমাদের দ্বারে বারে বারে তাই
এসে দাঁড়ায় সব গ্লানি।
শিক্ষিত মোরাও দীক্ষিত আজ
গীবত আর নিন্দায়।
এহেন শিক্ষিত যায়নি বুঝি
সুশিক্ষার বারান্দায়।
দুই নয়নে দেখলাম কত
বি.এ ও এম.এ পাশ।
এরুপ শিক্ষিত বান্দার ধান্দা
কেবল অপরের সর্বনাশ।
এ রুপ শিক্ষা কখনই কি
হয় রে জাতির মেরু দন্ড?
সমাজে তাই গিয়েছে ভরে
সব অকালকুষ্মাণ্ড।
কোন পুস্তকে আছে লেখা?
"কর অপরের সর্বনাশ"
হিম্মত থাকলে সামনে এসো
কোন সে এম.এ পাশ?
শিক্ষিত আর সুশিক্ষিতের
পার্থক্য আছে ঢের।
দেশ,সমাজে, পরিবারে
আচরণে পাই টের।
শিরে দুই চক্ষু থেকেও
যারা আজি অন্ধ।
অকপটে আজ বলতে পারি
তাঁদের বিবেকের দ্বার রুদ্ধ।
শিক্ষা মোদের করেনিকো
এতটুকু হায় শুদ্ধ।
এহেন শিক্ষায় অন্য সবাই
হয়েছে আজি ক্ষুব্ধ।
জীবনে যদি থাকে কোন আত্ম অহামিকা
জেনে রেখো জীবন তব হবে মরিচিকা।
এসো সুশিক্ষায় মোরা শিক্ষিত হয়ে
শিকর থেকে শিখরে উঠি।
মানুষের তরে মানুষ যেন
কুসুমের মত ফুটি।


রচনাকাল ঃ ০৪/০৮/২০২১ ইং নিজ বাড়ি।