ভ্রমিত দিশাতে ওড়ে মন-  সংশয়ে ,
আমার আমিত্বে জ্বলে গরীবের ঘর ।
নীলাভ আকাশ কেন পোড়া বালি চর ;
তুমি আমি যায় কোথা বারুদের ভয়ে ?
সরিষার ফুলগুলো কেন আজ রাঙা ?
মনের শিকল কেন ভাঙে অবিরত ?
ধোঁয়ায় বৃহঙ্গ মরে কত শত শত _
বায়ু তুমি কালিমাখা রক্তে ভাসে ডাঙা !


বীজন মরুতে কেহ বাস নাহি করে ,
ধুলি মাখা অহমিকা ছেড়ে দাও ধুলি ;
শক্তিধর হও যদি বারিধির জলে !
আগ্নিসার হবে নাকো শির উঁচু তুলি ।
সমতল সম ভেবে বাস করো সবে _
হৃদয় মঞ্জরী ফুলে দোল খাবে অলি ।


বাবুল আচার্জী। 20/03/2022