অঞ্জনা ,অঞ্জন দিতে নেইকো মানা ঐ আঁখি দ্বারে ;
তবু বলিতে চাহি,  আছে কি তোমার এটুকু জানা ?
এ সংসার ভরে গেছে মদিরায়, তোমারি অজানা ।
গারদে র ওপরে রেখেছ তুমি আরো এক গারদ ;
বন্ধনে বন্দিত রয় কাঁচের দেয়ালে যেমন পারদ ।
পর্দার ওপারে সুরমার অন্ধকারে কি এমন লুকালে !
অজ্ঞ হয়ে রয়ে গেলাম আঁচল দিয়ে কি তুমি মুছলে ?
রেখেছ কি তুমি তাই নিজেকে সমাজের থেকে দূরে ...আড়ালে ?
যেখানে নেই কোলাহল পৃথিবীর দৌড় ঝাঁপ ;
যেখানে নেই উলঙ্গ মানুষের ঝাঁপ ছাড়া হাঁপ।
তাই কি তুমি তোমাকে তোমার থেকে সরালে ? অঞ্জনা ?


বাবুল আচার্যী     18:/02/2018