ঢলে যায় এভাবে অপূর্ণতার রাত্রি আর দিন,
দিন আসে নাই ফিরে, কারো রাত আলো করে;
কালো জলে রাত ডুবে হয়েছে মলিন  ।
চলে যাওয়া রাত গুলো, স্বপনের মাঝে ভাসে।
মধু মাখা হাসি তার,............ দিগ্বিদিকে হাসে!
সে বলে এইটুকু, আমি নেই কাছে বলে..
সবকিছু ভাসিয়ে দেবে সাগরের জলে ?
কাটাবে পথচারী হয়ে আর কতো রাত ?
জলের ধারা যায় না গো থেমে, যদি চলে না কেহ সাথ ।
ভেবে নাও, দিনের আলোর পাশে আমি আছি ;
তোমারি নজরে, পলকে, দৃষ্টির আরো  কাছাকাছি ।
চোখ মেলে দেখি, কেহ নাই আসে পাশে ।
তন্দ্রা জড়ায়ে দুচোখে.... ঘুম চলে আসে ।


বাবুল আচার্যী   13/03/2018