ছোট্ট কুটিরে আবদ্ধ এক রক্ত রাঙা হৃদয়_
মিলন বিরহের মতো  কতো ঝাড়ঝঞ্ঝা ওকে সহ্য করতে হয় !
ভারালে সঞ্চিত এক বিশাল গগনচুম্বী সংখ্যা তত্ত্ব ;
এর ভেতরে রয়েছে নিহিত কতো বিলীন সত্য !
হাসি কান্নার দোল দোলা, জীবন থেকে জীবনে_
প্রাণ থেকে প্রাণে, হৃদয় থেকে হৃদয়ে ছুটে চলে অবিরাম ।
অস্থির থেকে স্থিরে লাট্টুর মতো ঘুরে মানুষের ভীড়ে। অসংখ্য কোলাহল_
হৃদয়ের  উতরোল.. ঢেউ বাঁধা পড়ে কোন সে ঘাটে ?
এ পথটা বড়ো নিঝুম _
ব্যস্ত পৃথিবীর কোন পথিক বসে না সেই তটে ।
দিন মাস বছর শতাব্দীর_
প্রতীক্ষায় অবদমিত চাওয়া ;
প্রশ্বাসে পোড়ে হৃদয়ের সবুজ ঘাস, নির্গত হয় গরম হাওয়া ।
মাঝে মাঝে... ইচ্ছের
বাঁধ ভাঙা উচ্ছল ঢেউ ভেঙে পড়ে_
কারো গৃহডোরে ।
এ যে অনন্ত জলময় পিপাসুর গতিধারা .....
ছল ছল উজ্জ্বল কথাকলি ভেসে যায় গতিহারা_
সব সারা ডুব দিয়ে জেগে থাকে ;
হৃদয়ের মণিকোঠায় এক অতল গভীরে ।
স্মৃতি মর্মর জর্জর সময়ের ব্যবধানে কিছু খসে পড়ে;
তার অনুগামী মন থেকেও মুছে যায় কিছু ধীরে ধীরে।
পড়ে থাকে... শুধু ধুলিমাখা পথ, কিছু শুষ্ক মর্মর পাতা;
হাল্কা বাতাসে ভেসে আসে_
কান পেতে শুনতে পাই হারানো কতো কথা ।
কিন্তু এ হৃদয় স্মৃতি মনের অনুরণনে কাঁপে !
উঁচু নীচু ঢেউয়ের গতিপথে রৌদ্রদগ্ধে তাপে ;
ধুকপুক করে হৃদয়ের ঘরে, ........গভীরে ।
হয় চঞ্চল, দেহ ও মন ওঠে অনুকম্পন ;
থেকে থেকে শুনি সে সব অনুক্ষণ ।
ঢেউগুলো ওঠা নামা করে, তার প্রতিধ্বনি
গুঞ্জিত হয় হৃদয়ের পাঁজরের রক্তচাপে।


এমন কেন যে হয় ?
মনে হয় বিদগ্ধ বিরহের ঝলসানো অনুতাপে  ।
নয়নের জলে তিতানো হৃদয় বসন বহুকাল ধরে
কে দেবে মুক্ত বাতাস,বালি খসে পড়ে বালি খসে পড়ে ।


তুমি যে সব কথা খেলার ছলে ছলে বলেছিলে ;
আজ সে সব কথা নিরন্তর জেগে থেকে বার্তালাপ করে_
বাতিটার পাশে শূন্য ঘরে ।
ঝড়ো বাতাস বয় , হৃদয় জুড়ে ভাঙা শার্সির শব্দ হয়।
পাওয়া না পাওয়ার বেদনা ছাড়া... এ আর কিছু নয় ।
সময়ের মোহান্ধে অনেক  হারিয়েছি....
ধোঁয়াটে অন্ধকারে ।
মাঝে মাঝে এ হৃদয় খুঁড়ে খুঁড়ে খুঁজে আনে কিছু শুষ্ক  বালি পাথর ;
আমাকে বলিস না সেখানে ভালোবাসা খুঁজতে ;
আমি হয়ে আছি নিথর ।
মাঝে মাঝে চোখ গিয়ে পড়ে সাঁঝের আকাশে,
অস্ত যাওয়া সূর্যের আবীর রঙে ভেসে ওঠে _
এখানে সেখানে রক্তে রাঙানো ছোপ ছোপ দাগ_
সে আর কিছু নয়, আমার হারিয়ে যাওয়া ক্ষত বিক্ষত বিবাগী মনের বিবাগ ।
আজও ঝড়ে পড়ে তরল লাভার মত উল্কা পিণ্ডহৃদয়ে ।


বাবুল আচার্যী  08/05/2022