শীতের কুহেলি ভরা সকাল,
চিন্ময়ী কুয়াশার জাল ।
তার মাঝে লুকিয়ে আছে অনেক না বলা শব্দ ।
কিছু এলোমেলো ,-কিছু সঙ্ঘবদ্ধ ।
কিছু গান , কিছু কথা , কিছু স্বপ্ন, কিছু ভালোবাসা।
ওদের উপর ভর করে চলে আমার স্বপ্নের দুরাশা।
মনে হয়,- এই স্মৃতি গুলো করবে আমায় জীবন্ত_
স্মৃতি-জল ঢেলে মন-গাছ হবে সতেজ অনন্ত !
তবু,
যখনি তোমার প্রান্তরের ঢেউ এসে_
কার্নিশের ধার ঘেঁষে ;
মন- প্রাণ- ঘাটে আঘাত করে ।
পুরোনো জীর্ণ মাটির প্রলেপ, একে একে খসে পরে।
ছলাত ছলাত করে জলে ভাসা অনুভূতি ,
শিরা ধমনীতে ঢেউ খেলাতে, করে আকুতি ।
- এ যে দুর্বার তার গতি_
পারাদের মত ওঠানামা করে স্মৃতি- বিস্মৃতি  

আমি খুঁজে পেতে চাই, পুরোনো আসর_
বাঁধ সাধে রীতিনীতি ।
যখন দুটি শালিক পাখিকে চঞ্চু চঞ্চুতে লাগিয়ে_
প্রেমালাপ করতে করতে এক হয়ে যেতে দেখি ,
আমার,.. এতকালের প্রশমিত শব্দরা ঢেউ তুলে,
নদীর তীরে, শুভ্র রঙের কাশফুলে;
দোল দোলায়,- মনটাকে ও দুলিয়ে যায়।
আমাকে নিয়ে যায় মন মাঝি, খেয়া নদীর ওপারে।
তখন আকাশ গাঙের ডোবা সূর্যটা নিমীলিত নয়নে_
লাল আলোর কুপিটি মেলে ধরে।
যদিও,দিবসের ক্লান্তির ছটা তার আভায় ঝরে পরে ;
মন আমার ,-সেই আভায় তাকিয়ে নিজেকে রাঙাতে চায়।
কালচে পরা মনটাকে ধুয়ে নিতে চায় পুণ্য স্রোত ধারায়;
তোমার ভালোবাসায়।
প্রসন্ন চিত্তে ডোর বাঁধতে চায় _
তোমার ছায়ায় বসে,-- একান্তে,-নিরালায় ।
দুজনের করের পরশে সৃষ্টি হবে, এক নুতন মন-বাহী সেতু ।
শুনব দুজন দুজনের মনের অনেক অপূর্ণ কথা ;
বেরিয়ে আসবে বুক থেকে দমে থাকা বিগলিত ব্যাথা ।
জলবে আগুন, পরবে ঘি ;
আকাশ ছুঁতে পারে, আরো কত কি ?
একসময় বাতাসে ভেসে ছিল যে সব হাল্কা কণা _
ছিলো না যার পরিভাষা_
মুখ তুলে দাঁড়াবে আবার আগুনে হারানো ভালোবাসা।
মনের কাছে মনের আছে, এইটুকু ই হয়ে আছে প্রত্যাশা ।


কিছু স্মৃতি হয়ে গেছে মলিন,  কিছু ধুসর ;
যেভাবে দূরে নীলিমার কোলে আবছা সবুজের প্রান্তর ।
ওরা ইশারায় হাতছানি দিয়ে ডাকে বারেবারে;
নিয়ে যেতে চায় আমাকে সেই কিনারে,
সময়ের ফাঁকে ফাঁকে ।


সেই সব ধুসর ছবি গুলো, এখন দিনে রাতে ভাবায় !
শীত, গ্রীষ্মে ,শরৎ, হেমন্তে ও বরষায়।
তুমি ছিলে না যে কাছে,
স্বপ্নরা ও মুখ বুজে পরেছিল শুকনো ঘাসে  ।
লুকিয়ে ছিল ওরা এতকাল গভীর গুহাহিত অন্ধকারে ।
তবু মাঝে মাঝে হানা দিয়ে যায় মনের দরবারে ।


এখন কনকনে ঠান্ডার প্রকোপ ;
তার মাঝে হৃদয় ছুঁয়ে যায় তোমার বাতাস _
পলকে মনে হয়,
ছিঁড়ে ফেলে চলে গেছে  জীবনের যত হাহুতাশ
আমি স্বপনের হাথ ধরে, পথ চলি কিছুক্ষণ _
সাঁঝের ঘোরে সূর্য টা হয়ে আছে রক্তবরন।
অস্তাচলে দাঁড়িয়ে আছে যাওয়ার অপেক্ষায়;
ডুবে যাবে কখন সে আঁধারের গায় ,-বলা বড় দায়?
আমার দুরাশাও হয়ে যাবে একদিন, এমনি করে শান্ত;
হারিয়েও যেদিন তোমার স্মৃতির মাঝে থাকব জীবন্ত  ।


বাবুল আচার্যী     08/02/2020