আলো - ছায়া আঁধারে বলেছিলে যেদিন,
নয়নের পটে ঝাপসা কুয়াশা _ _
চিন্তায় ছিল দুর্দিন ।
শ্বেত - কালো মেঘের খণ্ড খণ্ড পুঞ্জ দিশাহারা;
মন ফিরছিল তোমার আকাশে - - পাগল-পাড়া _
অবাধ্য _ শোনে সে কার বারণ?
ঘোরে-ফিরে মুক্তির দাবিতে, মুক্তির মাঠে করে সদা বিচরণ ।
তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলেছিলে _
একজন ভালো নাবিক হয়ে দেখাও;
না হলে, কুলে নাও ভিরাও _
আমি ঐ পাড়ে নাববো ।
মন তোলেনি সে কথা কানে _
অযথা কুযুক্তি দিল চোখে ও প্রাণে _
নির্বাক নিশ্চুপ ঘোর ঝটিকার পরে পৃথিবী ।
ভাষার জটিল তত্ত্ব বোঝেনি সেদিন কবি ।
মদোন্মত্ত মন দিশাহীন পথে ধেয়ে যায়,
সে ভুল ছিল যে বড় ভুল, তাই মন এখনো, ফিরে ফিরে পিছুপানে তাকায় ।