কি সুর বাজালে তুমি নিজালয়ে,
করুণ যে গান,
শুনে সে তান;
কেমনে বাঁধিব প্রাণ প্রানালয়ে ।


হৃদয়ের ব্যথা যত ঢেলে দিলে গানে,
দিবানিশির শত কাজে,
প্রতিধ্বনির সুর বাজে;
আঘাত হানে যেথায় মনের গহনে ।


জানিনা এ কেমন মেলা,
রাগরাগিণীর কত খেলা;
মনে দিয়ে যায় দোলা;
আজান্তে গোপন আভিসারে ।


বাবুল আচার্যী   22/01/2016