কে তুমি নাম না জানা, অচেনা অপ্সরী?
ঘুরে ফিরে মন বলে, ঐ দ্বারে ফিরি ।
মন ঘুরে গুঞ্জনে, ঐ ফুলে, নাম গোত্রহীন;
নাই বা চিনিলে মোরে, নই মনে দীন ।
মোর স্বপনের মাঝে খেলা কর বারেবারে ;
জ্যোৎস্না দুপুরে, আলো ছায়া আঁধারে _
দেখেছিলুম যারে, আমার দুনয়ন ভরে;
নীরবে অবাক হয়ে, ছিলাম ভাষাহীন ।
ঝর্ণা, নদী, সব যেন, এক দেহে লীন ।
নয়নের দোষ কি বল, নয়ন মনের আয়না,
মনের দোষ কি বল, মন হৃদয়ের বায়না ।
হৃদয়ের দোষ কি বল, রূপ যে তার গয়না ।
রূপের দোষ কি বল, পেলে সৃষ্টির সুবিচারে,
পদ্মলোচনা, কাজলা, অতি মনোহরা তুমি,
চোখে দেখে মন তাই , মেতে ওঠে হাহাকারে ।