অস্থির সুস্থিরে কহে " তুই বেশ গম্ভীর "
মা বাবা  দিল তোকে ঠিক নাম সুধীর।
তোর দিঘির জলে যে নেই নড়াচড়া,
সে জলে বাঁচে না ইলিশ তুই মনমরা ।
হেল নেই,দোল নেই, দুলে না যে মন,
সুন্দরী আসে না যে, কাঁদিস সর্বক্ষণ ।
শুনে কহে সুস্থির " শোন ভাই অস্থির "
চন্দ্র ,সৃর্য ,গ্রহ ,আকাশ সব হয় গম্ভীর ।
স্বল্প জ্ঞানে সবকিছু বাজে বড় ডঙ্কা ,
অস্থির নামেতে তাই সবার হয় শঙ্কা ।


বাবুল আচার্যী  15/04/2016