আমি তোমার হৃদয়ের মিতা ।
সবুজ পত্রপল্লবে সজ্জিতা, ধরণীর সুশোভিতা __প্রাণের সঞ্চারিতা ;
রাগ-বিরাগ , ভয় , উদ্বেগের সঞ্চালিতা ।
মধুকোষে ধরে রাখি তোমারি ত্বরে_
স্পন্দন জাগায় যে প্রাণে সঞ্জীবণী সুধা ,
আমি যে তোমারি মিতা যুগ যুগ ধরে ;
জীবনের দোলা দুলি , আমি যে  অমৃতা ।


দিবস রজনী আমি আছি জেগে ,
কাল বৈশাখীর ঝঞ্ঝা বহে বেগে ;
তবু বুকে শেল বেঁধে বেঁচে থাকি !
তোমায় হিয়া দেয় না যাতে ফাঁকি ।
লুকোচুরি খেলা করে তব  অগোচরে,
প্রাণ বায়ু উড়ে যায় রক্তিম আঁধারে ।
দেখে দেখে এই খেলা মনে জাগে ত্রাস !
আমার কাটে না সারারাত, করি হাহুতাশ ।
রাত জাগা আমার রোজনামচার অভ্যাস ।
এ জীবন করেছি দান তোমারি ত্বরে;
নিশিশেষে ঢেলে দেই প্রাণবায়ু বায়ু'পড়ে ।


আমি তোমার নাড়িযোগে কাঙ্খিত তরুবালা ।
তবু করো কেন দংশন, মিছে অবহেলা ।
আমি নিঃশেষ হব যেদিন, তোমার বেলা গিয়ে হবে অবেলা ।
আমার এপ্রাণ পদদলিত, মূর্ছিত , পিষ্ট,
সংহার হয় বারেবারে,
কেন বুঝেও বোঝ না , আমার বাঁচিলে প্রাণ,
তুমি বাঁচিবে সংসারে ।
ফুল,ফলে ছায়ায় আদৃত শস্যশ্যামলা এ ধরা,
প্রতি দিন হয় মৃত্যুর মুখে পতিত,
সবুজ পাতারা হয় নির্যাতিত,
জর্জর, ভঙ্গুর, মর্মর ,
গড্ডালিকার প্রাসাদ গাত্রোথ্বান করে উথ্বানে ,
তুমি আমার মূত্যুর দূত,  সংহার কর _
ধুলায় গড়াগড়ি খাই ;
তোমার নির্মম অভিষ্ট নিক্ষিপ্ত চিন্তার সঙ্কোচনে ।
আমি মূক, দয়ানিধি, করি না বিদ্রোহ,
তাই তুমি , প্রতিদিন কর মোরে দাহ ।


বাবুল আচার্যী  25/04/2016