সাঁঝের বেলায় ঐ কেশ দুলায়ে কোথায় যাও গো সায়ন্তনী ?
চোখ ও মুখের বাহিরে  অবরোধ,উথলে পরে মন তরঙ্গিণী ।
পবন দেব লাগালে যে তুমি  হাওয়ায় এমন দোলা ,
পাল ছিঁড়ে যায় খেয়াঘাটে ,
বসে কেউ নেই ঐ নদীতটে;
কাজলার চুল উড়ে গিয়ে মোর মন করে চিত ভোলা ।
যৌবন জলে খেলা করে ,সঙ্গমে বহে উন্মত্ত কল্লোলনাদিনী ।
পথচারী আমি ঢেউ এসে লাগে,পার হতে চায় সেই তরঙ্গিণী ।


তুমি জানো না, ঐ রূপে গুরু গুরু মেঘ ডাকে,নেমে আসে ঢল,
বেগে বয়ে যায় বন উপবন যৌবন চারিপাশে করে থৈ থৈ জল ।
ভেসে যেতে পারে, কতো অক্ষত যৌবন,
এ খেলা দেখে চুপটি মেরে থাকবে পবন,
যামিনী নিশিথে বয়ে যাবে কোন অদূর দেশে ঐ সঙ্গমের ভেলা ;
সৃষ্টির গতি অবিনশ্বর, অবিরাম চলে, জানি তুমিই রচ এখেলা ।


বাবুল আচার্যী  09/05/2016