কে তোমায় রচিল হে ? এত অন্তর দিয়া ------
করি নন্দন তারে,  করি বন্দন , সুখে গান গাহিয়া ।
এঁকেছ তারে,  মনোহর করে,  প্রতি পলে পলে,
নয়নাভিরাম তুমি,  অতি সুখকর,  ছলছল আঁখি জ্বলে ।
লালিমার আভা আছে যে কায়ায় ,
মুক্তোর জ্যোতি ধরাতলে লুটায় ।
সিঁদুর দিয়েছে তোমার কপোলে ,
আরো আছে তাহা ঐ যে ভালে ।
সব মোহনায় মিশে হয়েছে সৃষ্টির অনন্যা রূপ
তুমি শক্তি, মনোহরা,  তুমি মহামায়া ---------
কিন্তু অন্তরে মম , অতি পরিচিত এক শান্ত সরল  ছায়া ।