উর্দ্ধ গগনে আশার তরঙ্গ ওঠে ক্ষণে ক্ষণে,
এ ক্ষণিকের উচ্ছাস মেলায় ধূসর প্রাঙ্গণে ।
সারাদিন হই জর-অজরের মুখোমুখি
চোখে চোখে হয় দুজনার দেখাদেখি,
পাশ দিয়ে চলে যায় চলি
ইশারায় কত কথা বলি,
চোখের চাহনিতে মুখের ভঙ্গিতে....
হয় রেষারেষি দলাদলি ।
মনের গভীরে সুরাসুরে চলে দ্বন্দ্ব,
কত না ভাবের হয় অমৃত্রাকর ছন্দ ।
বেসুরের সঙ্গ দিয়ে সুরের পথ হয় ছিন্ন ;
বাহিরের পোশাক পরিপাটি মনটা ছিন্নভিন্ন ।
যামিনী নিশিথে গভীর আঁধার ;
বিজয়ীর উল্লাসে বেসুর ই সুরকার ।
সুরের লহরি ডুবে গেছে মনে,
আসুরিক শক্তির জয় লগনে ।
ভূলে গেছি বিবেকের আখ্যান ;
ভূলে গেছি বিবেধের ব্যখ্যান ;
ভুলে গেছি উত্তরের সমাধান ।
আমি খুঁজেছি যখন মনেরে মগনে ।
মন বেঁধেছে ঘর তখন শূন্য গগনে ।
সে লীলাখেলা য়  মেতেছে উৎসবে ,
আঁধার গিয়েছে সরে আলোর বৈভবে ।
এ ক্ষণিকের মহাজাগরন ,
বিস্মৃত হই তাকে, জাগায় শিহরণ ।
দ্বিধায় জড়ানো ভাবি এক বলি আর এক তারে ,
তন্দ্রায় জড়ানো সত্য দেখে না সে দোষ দেয় আমারে ।
তবে কি দেখার ভুল,
পড়েছে কি নয়নে ধূল ?
না কি তাহারি মায়ায় হয়েছি মশগুল
মনেমনে হাসে সে অন্তরে বাজিয়ে বিগুল ।
কি খেলা চলে তার অন্তরে বৈচিত্র্যময়ীর,
হৃদি-মাঝে  বসে সে আছে ধ্যানগম্ভীর ।
উজ্জ্বল উচ্ছল তার দিগ দিগন্ত ....
আমার ভাবনার আছে কি অন্ত ?
তবু ভাবি তার ভালবাসা অফুরন্ত।


বাবুল আচার্যী  1/07/2016