তুমি রোদমাখা রিমঝিম বৃষ্টি ।
       ঝরনার কলকল  তানে ,
বইছ সবার প্রাণে, হৃদয়গানে ,
       এমনি তোমার অপরূপ সৃষ্টি ।


তুমি তরুবালার শীতল ছায়া !
       তোমার নিকটে এসে ,
ক্লান্তি নিমেষে মিটে ,
       এমনি তোমার নিবারণী মায়া ।


তুমি শান্ত দীঘির  শীতল জল ।
        বুকে জড়িয়ে আছে কত শত ব্যাথা ,
সয়েছ সব, বলোনি তবু কোন কথা ।
         রেখেছ মনের গভীরে সব ,থেকে অবিচল ।


তুমি মিষ্টি মধুর ছন্দ;
         সয়েছ কতযুগ ধরে ,  ভাঙা, গড়া , আপন,  পর,  এপার , ওপারের খেলা,
কাউকে করোনি তুমি অবহেলা,
কত রঙে ঢেলেছ নিজেকে  ,এমনি তোমার ছন্দ ।


কে বলে তুমি অবলা?
         মুক্তির ইতিহাসে আছে কত অবদান!
রক্তের রঙে রাঙিয়েছ কত শত প্রাণ ।
          ভুলে গেছে যারা,  ওরা নয় মানুষ!
ওদের শিরায় বহে,  নীল শীতল রক্ত,
         এটাই খাঁটি সত্য ,বলা যে খুবই শক্ত ।


বাবুল আচার্যী 11/10/2015