মাঝে মাঝে মনে হয় ...
ধরণীকে কোলে করে আছে_
এক জাগতিক বিস্ময় ।
সে যে আছে মায়ের মত আঁচল বাড়ায়ে ।
কোটি কোটি প্রাণের 'পরে নীল
সাগরের বিস্তৃত জলরাশির মত
অপরূপা অনন্যার হৃদয় আছে_
সকলেরে লয়ে দশদিক ছড়ায়ে ।
সে যে অপার আনন্দের বিপুল সম্ভাবনা ;
যার বিশ্ব চড়াচড়ে সবার তরে সম ভাবনা ।
অনু অনুতে পরমাণু তে তার স্থিতি,
এ যে মহাবিস্ময় ! কাল মহাকাল ধরে _
আছে সর্বত্র চলমান গতি ।
সে নিয়ে আছে আদি অনাদিরে লয়ে ,
আপন আলয়ে সবারে বন্ধনে জড়ায়ে  ।
সে অদৃশ্য শক্তি স্নেহময়ী মায়া,
তরুলতা শাখা বিশাখা র ছায়া ।
অঘ্রানের হাওয়ায় শিউলির সুঘ্রাণ ,
আর আদ্র নরম ঘাসের ছোঁয়া প্রাণ ।
মেঘের অন্তরালে লুকানো উত্তাপ ,
কখনো ঝড়ো হাওয়ার প্রবল নিম্নচাপ ।
মৃদুমন্দ বায়ুর শীতল পরশে ;
দোলা দেয় চিত্ত শিশুর হরষে ।
কাশবনে র দোল দুলালী দোলায় ;
কুলুকুলু স্বরে নদীর আপন ধারায় ,
ছোট্ট শিশুর খিলখিল হাসির ফোয়ারায়,
সে এসে যেন তার উপস্থিতি জাগায় ।
দিবসের শেষে অলস শরীরে যখন_
ক্লান্ত দেহে জড়বৎ পড়ে থাকি ;
মনে হয় মৃতবৎ আমি ,উড়ে গেছে_
দূর দেশে কোন কথা বলা পাখি ।
ঘাত প্রতিঘাতে জর্জর কলেবর ;
মন প্রাণ জুড়ে ক্ষত বিক্ষত মর্মর ।
নিশি ফুরাতে সে যেন এসে ,
সুগন্ধি চন্দনের প্রলেপ যায় মেখে ।
আমার শিরা উপশিরায় ধমনীতে ;
ভরে দিয়ে যায় সুধা আমার প্রাণ বায়ুতে । আর ...
শক্তির খোরাক জোগায় জীবনে চলার পথে ।


বাবুল আচার্যী   13/08/2016