স্বপ্ন ছুটি


-----বাবুল মিয়া ইমন


ভাবছি আমি মনে-মনে
বসে-বসে আনমনে।
কবে হবে ছুটি
মাথায় পড়ে ঝুঁটি
যাব মামার বাড়ি।


সেথায় আম খাব,জাম খাব
চড়ব গরুর গাড়ি।
গোল্লাছুট,লুকোচুরি
খেলে-খেলে সন্ধ্যা হলে
হব পাতালপুরী।


আম পড়লে বৈশাখী ঝড়ে
পাকা আম নেব কেড়ে।
কুঁজো বুড়ি আসলে তেড়ে
লুকাবো আমি নানুর ঘরে।


খেক শেয়ালের গল্প শুনে
মুদব নয়ন আনমনে।
স্বপ্ন দেখব ক্ষণে ক্ষণে
আমি ঘুরছি বনে বনে
শেয়াল মামার অন্বেসনে।