যখন অস্তমিত হবে জীবন বেলা
নিমিষে ভষ্ম হবে যৌবনের আছে যত খেলা।


সৈকতের বালুচরে অঙ্কিত খেলা ঘর----
যেমন হয় না স্থায়ী সচরাচর,
তেমনি প্রাণ পাখিটা উড়াল দিবে তোমায় না দিয়ে খবর।
তবে কেন এত দৌড়-ঝাঁপ কর মানব;তুমি জীবনভর?


মরণ ছোবলে
সবই যাবে বিফলে
আমল না করিলে আল্লাহ্ 'পর।
তাই নিঃশ্বাসে বিশ্বাসে স্মরণ কর---
কি হবে তোমার মরণের পর।
সৃষ্টি তোমার এক ফোঁটা অপবিত্র জলে
প্রাণ পেলে তাতে স্রষ্টার অপার কৌশলে।
নাক,কান,চোখ এই সুন্দর অবয়ব---
বিবেক-বুদ্ধি বিকাশে তোমায় করেছেন তিনি পূর্ণ মানব।
নামায পড়,কর স্রষ্টার গুণগান
স্বর্গ তোমার পরকালে----যদি মানব সেবায় কর আত্মদান।
পরিবার পরিজন আছে যত প্রিয়জন
ছেড়ে যেতে হবে একদিন - - এই সুন্দর ভুবন।
দালান কোটা আর সুসজ্জিত মহল
সবই রবে ভবে,সঙ্গে যাবে শুধুই আমল।
মোহের জালে আটকে পড়ে জীবন তরে
হায়! কত আয়োজন।
ফুরিয়ে যাবে সব মুদবে যখন নয়ন।
ক্ষণজীবী তুমি ----জীবন তরে ,তবে কেন এত আয়োজন?
                ---(16/02/17)