আপনার সংস্পর্শে আলোকিত হয়েছে
আব্দুল আজিজ লপ্তি গ্রন্থাগার
আপনার সংস্পর্শে হতে চাই আলোকিত
আমি বারংবার।


বই মানুষের পরম বন্ধু, ছল চাতুরি করে না
কভু কারো সাথে
আপনার লাইব্রেরিতে এসে আমি বন্ধু হয়েছি
রেখেছি কাব্যিক হাত আপনার হাতে।


অজস্র কৃতজ্ঞতা আপনার প্রতি
প্রিয়, আব্দুল আজিজ লপ্তি
আপনার গড়া আব্দুল আজিজ লপ্তি গ্রন্থাগার
কভু হবে না বিলুপ্তি।


আপনার আলোতে আলোকিত হলো
অনেক কবি, সাহিত্যিক, জ্ঞানীজন
আশির্বাদ আমার, আপনি বেঁচে থাকেন সবার মাঝে
মনে রাখুক সকলে করে আপনজন।


চির যৌবনা এই জ্বলন্ত জ্ঞানের ভান্ডার
আব্দুল আজিজ লপ্তি গ্রন্থাগার
আপনি মহান মানুষ, খুলে দিয়েছেন
সকলের জন্য আপনার গ্রন্থাগার।


প্রতিবছর স্বরচিত কবিতা পাঠের আসরে
সম্মানিত হচ্ছে অনেক কবি
তাদের হৃদয়ে আপনি থাকবেন সম্মানিত হয়ে
তাদের স্মৃতির পাতায় আপনার ছবি।


জ্ঞানী, গুণীদের আসরে এ জ্ঞানের চর্চা
থাকবে অবিরত
অভিরাম চলবে জ্ঞানের এ ধারা
থামবে না আসুক বাঁধা যত।


আপনার সাথে হয়েছে আমার প্রিয়
যত হৃদয়ের লেনাদেনা
প্রভু যদি তৌফিক দেয়, থাকব আপনার সাথে
হয়ে আপনার প্রিয় একজন সেনা।


শোন হে জ্ঞান পিপাসু কবি, সাহিত্যিক, বিজ্ঞ জ্ঞানী
আমার প্রিয় বোন, ওহে ভাই
জ্ঞান আহরণ করতে চল
আব্দুল আজিজ লপ্তি গ্রন্থাগারে যাই।


#বই- কারণে অকারণে ভালোবাসি #কবিতা নং- ৩৭৪।
#রচনাকাল- ২২/০৯/২০২৩ খ্রি. রোজ শুক্রবার আব্দুল আজিজ লপ্তির বাড়ি।