দু'টি শব্দ মিলে মিশে নামটি ধারণ করল বেশ
নামটি তার বাংলাদেশ।
ভোর বেলাতে পাখি জাগায় মোদের ডেকে ডেকে নদীগুলো নিজ গতিতে চলছে এঁকে বেঁকে।
মাঠ ভরা ঐ সোনার ফসল মনটা আমার দুলে
জোয়ার ভাটায় পানিগুলো উঠছে যে ফুলে।
গান গেয়ে নাচছে ঐনা বাউল
সেই গানেরই তালে তালে আরও নাচে বনের পক্ষিকুল।
মাঠ ভরা সোনার ফসল দুলে বাতাসে
রাত্রি বেলায় তারা গুলি ঝিল মিল করছে আকাশে।
এই দেশেরই আনাচে কানাচে যেথায় আমি যাই
সুন্দর সুন্দর দৃশ্য ভালো লাগে ছন্দ লিখি তাই।
তারা শামুখ ঝিনুক টোকায় নদীর তীরে তীরে
মাঝি গান গায় আর নৌকা চালায় ধীরে ধীরে
পাতার আড়ালে ভোর বেলা ডাকছে দোয়েল পাখি
এই দেশেরই দৃশ্যগুলো জুড়ায় আমার আঁখি।
ভাই বনের মাঝে যাচ্ছ কোথায় দেখছ কিগো কিছু ?
বনের মাঝে চলি, বাংলার সৌন্দর্য ছারে না আমার পিছু।
আমার দেশের মাটি ভাই সোনার চেয়ে খাঁটি
সোনা বরণ কাটে ধান কৃষক বেঁধে আঁটি।
ফুলের সৌরভ নিয়ে নেয় প্রজাপতির ঝাঁকে
হেসে হেসে নাচে ফুলগুলি ঐ বাগে।
আকাশটি দেখ সেজেছে নতুন নতুন সাজে
এই বাংলার বোল ঐ শিশুর কন্ঠে বাজে।
এই দেশটি যেন রূপ কথারি দেশ
এই দেশে জন্ম তাই আনন্দ লাগে বেশ।
থাকতে চাই এই দেশেতে সারা জন্ম ভরি
এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।