বাংলা চায় একটা বিদ্রোহী সন্তান
কবি নজরুলের মত
যিনি বিদ্রোহী কবি হিসাবে
আমাদের কাছে পরিচিত।
বাংলা চায় দুরন্ত হাওয়ার মত জ্বলন্ত সন্তান
যিনি অত্যাচারের বিরুদ্ধে করে সংগ্রাম।
হে বিদ্রোহী, তোমাকে চায় বাংলার মানুষগুলি
তুমি সবার মনের মাঝে ঝড়ের মত দুরন্ত হাওয়া।
তুমি সুর্যের মত জ্বলন্ত হয়ে কর দর্শন
বাংলার শত্রুকে সর্প হয়ে কর বিষ বর্ষণ।
তোমাকে দেখে নত হয় ঐ হিমালয় গিরি
নত হয় পাহাড় পর্বতগুলি।
তুমি রাত্রি বেলার চাঁদ হয়ে হাসাবে
বাংলার দুঃখ যন্ত্রণা কাতর মানুষ গুলোকে।
আকাশের বজ্রপাত সেও পায় ভয় তোমাকে
জানে সে তুমি বাংলার জ্বলন্ত সন্তান।
তুমি বাংলার দুরন্ত সন্তান
তাই বাংলা থেকে তোমাকে অশেষ স্বাগতম।