বীর তুমি জ্বলন্ত অগ্নিশিখা
তুমি আমার লেখা কালজয়ী কবিতা।
তুমি দুর্দাম, তুমি দুর্জয়
তোমার নেই কোন কাজে শংশয়।
তুমি নির্ভীক, তুমি চঞ্চল
তুমি দূর করবে সব জঞ্জাল।
তোমায় করে ভয় ঐ রাঙা সূর্য
তুমি সব অন্যায় কর তূর্য।
তোমায় ভয় করে ঐ সিংহী
তুমি এক আগুনেরই ফুলকি।
তুমি বিষে ভরা এক সর্প
তুমি শত্রুকে কর বিষে বর্ষণ।
তুমি নও শত্রুর ভয়ে কাতর
হে বীর, সেই রক্ত বইছে তোমার ভেতর।
বীর তুমি জোরে দাও হুংকার
তুমি কর শত্রুকে আঙ্গার।
তুমি এক অতন্ত্র প্রহরী
তোমার কাছে নত হয় ঐ উচ্চ হিমাদ্রী।
হে বীর তুমি যে শ্রেষ্ঠ, আছে শক্তি-বল
তোমার ভয়ে পালিয়ে যায় ঐ শত্রুদের দল।
বীর তুমি দেখিয়ে দাও, যারা বাংলার ধন করে লুণ্ঠন
ওদের বিরুদ্ধে তুমি রণক্ষেত্র কর গঠন
তবেই বলবে তোমায় তুমি বাংলার বীর সন্তান।