আমি 'বন্যা' সবে মাধ্যমিকে ভর্তি হলাম
বন্ধু এখনো নাই,
সত্যি বলতে বন্ধু হবে এমন
একটা মানুষ পাওয়া হয় নাই।
মন খারাপের সঙ্গি হবে, আপন হয়ে পাশে রবে
এমন একটা বন্ধু চাই,
খোদার কাছে প্রার্থনা করি মনের মতো যেন
একটা বন্ধু খুঁজে পাই।
চোখের পানে চেয়ে যে বুঝবে আমার
মন খারাপের কারণ,
ভুল পথে হাটতে গেলেই যে আগে থেকেই
করবে  আমায় বারণ।
হঠাৎ একদিন দেখতে পেলাম একটি আকর্ষণীয়
পুতুল একটি মেয়ের হাতে,
কেন যেন হঠাৎ করেই মন চাইল কথা
বলতে তার সাথে।
হায়, হ্যালো!  কেমন আছ?  
বল, তোমার নামটা কি প্রিয়..?
তোমায় অনেক ভাল্লেগেছে
আমায় বন্ধু করে নিও।
নামটি আমার 'সিথী' প্রিয়
আজ হতে তুমি বন্ধু হলে মোর,
তোমার জন্যই খুলে দিলাম প্রিয়
মনঘরের সকল দোর।
অতঃপর জানতে পেলাম বন্ধুর বাসা
আমার বাসার পাশে,
আগে যদি জানতাম তবে অনেক আগেই বন্ধুত্ব
হতো তার সাথে।
দুষ্টু-মিষ্টি খুনশুটি মোদের আর প্রত্যহ
কতশত বায়না,
বন্ধু আমার খুব কেয়ারিং
আমার মনের আয়না।
বন্ধুর সাথে এমন ভাবেই
কেটে গেল ক'টি বছর,
কত দিন গেল, কত রাত গেল, কত সূর্য উঠল
হল কত ভোর।
মোদের বন্ধুত্ব থাকুক চিরকাল
বারেবার প্রভুর দ্বারে প্রার্থনা করি,
হেটে হেটে যেন গন্তব্যে পৌঁছে যাই
আলোর পথ ধরি।


         রচনাকাল : ১০/০৭/২০২২ খ্রি.।