তুমি মানবজাতির প্রত্যাশার সকাল বেলার সূর্য
তুমি মহাবীর কর রণতূর্য্য।
তুমি সবার মাঝে ছড়িয়ে দিলে আলো
কাঁটিয়ে দিয়ে রাতের গভীর কালো।


তুমি গভীর রাতে পথ চলা নিশান
তুমি বঙ্গজাতির শ্রেষ্ঠ অবদান।
তুমি ভোরবেলা ডাকা বুলবুলি পাখি
তুমি আমার কাজল কালো দু'টি আঁখি।


তুমি মিষ্টি রোদের হাসি
তুমি কবিতার ছন্দ রাশি রাশি।
তুমি ভয়হীন মোর একলা চলার পথ
তুমি সত্যের সংগ্রাম নেয়া শপথ।


তুমি নজরুলের কবিতা বিদ্রোহী
তুমি সুকান্তের আঠারো বছর বয়সী।
তুমি ছাউনীর ফাঁকা দিয়ে আসা
একখানি সোনালী ঝলক,
তুমি নীল আকাশে ভেসে বেড়ানো মেঘের বালক


তুমি ধান্য শীষের খলখলে হাসি
আমি তোমার ভালবাসার পরম পূজনীয় দাসী।
তুমি অমর, অক্ষয়, সুর সৈনিক মহা বিদ্রোহী বীর মহান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


তুমি ঝড়েপড়া গাছের নতুন গজানো পাতা
তুমি আমার ডায়েরী, কবিতার খাতা।
তুমি নির্ভীক মঞ্চ কাঁপানো মহাবানী
তুমি আমার খুব আদরের ফুলদানী।
তুমি বাগানে ফুটে থাকা সেরা ফুলটি
তুমি ঐ ছোট্ট খুকির হাসিমাখা কর্ণের দুলটি।
তুমি মানুষের মনে ঝড়তুলা এক ছবি
তুমি মুক্তির মন্ত্র বলা কবি।


তুমি হালছাড়া ঐ তরীর মাঝি
তুমি তো মুক্তির তরে ধরেছ জীবন বাজি।
তুমি সবুজের বুকে আঁকা রক্তাক্ত লাল বৃত্ত
তুমি খোকা-খুকির আনন্দ মাতানো নৃত্য।
তুমি সোনালী শষ্যের দোল খাওয়া বাতাশ
তুমি সূদুর দৃশ্যে তাকিয়ে থাকা অকাশ।
তুমি ঘুমন্তদের অতন্দ্র প্রহরী
তুমি রাখালের উন্মুক্ত সুরের বাশরী।
তুমি অমর, অক্ষয়, সুরসৈনিক মহা বিদ্রোহী বীর মহান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


তুমি মঞ্চ কাঁপানো সুরসৈনিক বিদ্রোহী বীর
তুমি করোনি নত উচু রেখেছ শির।
তুমি ঝড়ে চুরমার করা শনশন বায়ু ত্যাজে ভরা,
তুমি চমকানো বৈদ্যতিক শক, তুমি অমর, ভয় শত্রুর, ভালবাসার স্নিগ্ধ হাওয়ায় মিশে আছ বসুন্ধরা।


তুমি অশান্ত সমুদ্রের উর্মিমালা
তুমি জ্বালিয়েছ শত্রুবুকে বহ্নিজ্বালা।
তুমি কল্পনিত উপন্যাসের শক্তিশালী নায়ক
তুমি স্বাধীনতা গানে নামকরা গায়ক।
তুমি নজরুলের রুদ্র কণ্ঠে- সালা দেশ ছাড়বি কিনা বল- না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল।
বলার মত সাহসী বীর
তুমি দেশের কাজে কখনো থাকনি স্থীর।
তুমি অমর, অক্ষয়, সুর সৈনিক মহা বিদ্রোহী বীর মহান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


তুমি নাতির কাছে দাদা-দাদীর বলা স্বাধীনতার গল্প তুমি মহাবীর, তোমার অবদান নয়তো অল্প।
তুমি খেয়ালী মেয়ের খোপায় গোজা ভালোবাসার ফুল।
তুমি বিশ্ব দরবার করেছ আকুল, তোমার লাগি বিশ্ব দরবার হয়েছে ব্যাকুল।
তুমি অগ্নি বীণার অগ্নি
তুমি বন্য সেরা শক্তিশালী সিংহ
তুমি আগুনের ফুলকি।
তুমি রক্ত ঝড়া স্বাধীনতার রক্তরাঙ্গা ইতিহাস
তুমি অশান্তি দূর করা এক শান্তির বসবাস।
তুমি অগণিত তারকার মাঝে হাসিমাখা চন্দ্র খানি
তুমি আমাদের স্বাধীনতা, মূলমন্ত্র মহাবানী।
তুমি অমর, অক্ষয়, সুরসৈনিক মহা বিদ্রোহী বীর মহান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।