এগিয়ে যাও বাংলার তরুণ
মোকাবেলা করতে হবে শত্রুদের আজ ।
এগিয়ে যাও বাংলার বীর সন্তান
ছারখার কর ঐ শত্রুদের স্থান।
আজ পৃথিবী ব্যাপী গান করে, বাংলার সন্তানেরা সব পারে।
রাখবে বাংলার মান যদি যায় জান।
হে যুবক বাংলার এগিয়ে যাও
শত্রুকে মিত্রে পরিণত না করে পিছুইবে না আজ।
ওরা বাংলার মুখ করতে চায় বন্ধ
ওদের জীবন করে দাও স্তব্ধ।
এগিয়ে যাও বাংলার বিদ্রোহীগণ
এগিয়ে যাও তোমরা।
তোমাদের জীবনের বিনিময় কর সংগ্রাম।
তুমি আজ বিদ্রোহ বসিয়ে দাও
বাংলার সব শত্রুর উপর।
হে বাংলার সাহসী বীর
সহস্র উচু ফিট উপর থেকে গড়িয়ে পড়া
ঝন ঝনা ঝন রক্তক্ষয়ী শব্দ
শুনিয়ে দাও যেন শত্রুরা আর্ত।
আজ তোমাদের উপর করে আশ্বাস
বাংলার পনের কোটি মানুষের নিশ্বাস।
হে অশান্ত বীর এগিয়ে যাও
তুমি রক্তকে ভয় পাওনা
শত্রুদের রক্ত ঝড়াতে ভালোবাস
তাই বাংলার দুঃখ সময়ে তুমি পাশে থেকো।